HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ১৮ জুলাই থেকে, বিজ্ঞপ্তি জারি উচ্চ শিক্ষা দফতরের

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্চ শিক্ষা দফতর জানিয়ে দেয় এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া হবে কেন্দ্রীয় ভাবে অনলাইনে। শনিবার উচ্চ শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট। তবে এবার অনলাইনে ভর্তি হলেও আর কেন্দ্রীয় ভাবে ভর্তি হচ্ছে না। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১৮ জুলাই থেকে অনলাইনে আবেদন করা যাবে। ৫ আগস্ট আবেদন জমা করার শেষ দিন। ১৬ অগাস্ট থেকে মেরিট লিস্ট বার করতে হবে কলেজগুলিকে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।

এছাড়া স্নাতক স্তরের পাশাপাশি স্নাতকোত্তর ও বিএড ভর্তি প্রক্রিয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির আবেদন জমা নেওয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ১৫ সেপ্টেম্বর শেষ হবে ভর্তির আবেদন জমা নেওয়া। আর ২১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে, ভর্তি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতে ভর্তির আবেদন জমা নেওয়া থেকে ভর্তি প্রক্রিয়া সবটাই অনলাইনে করতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভর্তির জন্য কোন পড়ুয়াকে ক্যাম্পাসে আসতে হবে না। সাধারণত কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি ভর্তির আবেদনের জন্য ফি নেয়। কিন্তু এবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোন ফি নিতে পারবে না কেউ। ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ ই-পেমেন্ট করতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও হেল্পডেস্ক বসানো চলবে না।

Related Articles

Back to top button
error: