টিডিএন বাংলা ডেস্ক: সকলেই যখন নবমীর পূজানুষ্ঠানে ব্যস্ত ঠিক তখনই পাণ্ডবেশ্বর থানার পাশেই ঘটে গেলো এক দূঃসাহসিক ডাকাতির ঘটনা। সকলেই পুজোর অনুষ্ঠানে ব্যস্ত থাকায় বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব লুঠে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন বাসিন্দারা। পাণ্ডবেশ্বর থানার ঠিক সামনে কলেজপাড়া সর্বজনীনের দুর্গা পুজো হয়। এবারেও যথারীতি নিয়ম মেনে পুজো হয়েছিল। নবমীর রাতে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তাতে পাড়ার সকলে অংশগ্রহণ করেন। পুজো মণ্ডপের দিকে সকলের নজর থাকায় গ্রামের দিকে মানুষের আনাগোনা কম ছিল। আর এই সুযোগটাকে কাজে লাগালো দুস্কৃতিরা। কিন্তু অবাক করার বিষয় হল ঘটনাস্থলটি পাণ্ডবেশ্বর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। যার ফলে পুলিশ প্রশাসনের প্রতি ক্ষুদ্ধ এলাকার মানুষজন। তাঁদের অভিযোগ পুলিশের গা ছাড়া মনোভাবের কারণেই এই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার একটি বাড়ির সদস্যদের অভিযোগ এলাকায় নিরাপত্তার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছেড়ে দিয়েছে পুলিশ। অথচ তারা নজরদারি চালানোর ক্ষেত্রে মোটেও সচেতন নয়। তাদের গাছাড়া মনোভাব ও অবহেলার কারণেই এই ডাকাতির ঘটনা ঘটলো। ডাকাতির শিকার অপর বাড়ির গৃহকর্তী ছায়া বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রায় ১০ লক্ষ টাকার গয়না ও মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল। এ ঘটনায় সমস্ত কিছু চুরি যাওয়ায় সর্বশান্ত দুই পরিবারে দুঃখের ছায়া নেমেছে। তাদের অভিযোগ এত বড় ডাকাতির ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও পুলিশ কর্তারা বিন্দুমাত্র বিচলিত নয়। এখনো পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকার মানুষ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকাবাসীর বিক্ষোভের ফলে নড়েচড়ে বসে থানা কর্তৃপক্ষ। অবশেষে তারা দ্রুত তদন্ত এবং অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়ায় বিক্ষুব্ধরা ঘরে ফিরে যায়। উল্লেখ্য যে, পুজোর সময়ে এ ধরনের চুরি বা ডাকাতির ঘটনা নতুন কিছু। প্রতিবছরই এই ধরনের ঘটনা কমবেশি ঘটে থাকে। তাই প্রশাসনকে আরও সতর্ক ও সজাগ থাকা উচিত ছিল বলে মনে করছেন এলাকাবাসী।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024