‘ভুল স্বীকার’ করে আফগান মহিলা সাংসদকে জরুরি ই-ভিসা দিচ্ছে কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের মহিলা সাংসদ রঙ্গিনা কারগরকে দিল্লি বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল দিল্লি। সেই ঘটনায় ভুল স্বীকার করল মোদি সরকার। পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবারের সর্বদল বৈঠকেও। কংগ্রেস সূত্রে দাবি, সরকার এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল কেন্দ্র। এবার ওই আফগান মহিলা সাংসদকে জরুরিু ভিত্তিতে ই-ভিসা মঞ্জুর করল ভারত।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, ওই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করে সাংসদকে বার্তা পাঠিয়েছে দিল্লি। এই বিষয়ে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে বলে খবর। তাঁকে জরুরি ভিত্তিতে ই-ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। অথচ ঘটনা হল, এর আগেও বহুবার ভারতে এসেছিলেন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ওই সাংসদ। মূলত চিকিৎসার প্রয়োজনেই ভারতে আসতে হয় তাঁকে। কিন্তু তালিবানের কাবুল দখলের পাঁচ দিন পর ওই পাসপোর্ট নিয়েই ইস্তানবুল থেকে দুবাই হয়ে দিল্লি আসেন তিনি। ইন্দিরা গান্ধি বিমানবন্দর থেকেই তাঁকে দুবাই ফিরিয়ে দেওয়া হয়।