টানা ১২ দিন ধরে দামবৃদ্ধির পর লিটার প্রতি ৫ পয়সা কমলো পেট্রোলের দাম

নিজস্ব ছবি

টিডিএন বাংলা ডেস্ক: টানা ১২ দিন ধরে দামবৃদ্ধির পর লিটার প্রতি পাঁচ পয়সা কমলো পেট্রোলের দাম। রবিবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯১ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫১ পয়সা।