২১ বছর পর চাক দে ফাটে! ফের মিস ইউনিভার্স ভারতীয়
টিডিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান। বিদেশের মাটিতে ভারতীয় তরুণীর বিশ্বজয়। ৭৯ জনকে প্রতিযোগিতায় পেছনে ফেলে সেরার মুকুট উঠল চণ্ডীগড়ের মেয়ে হরনাজ সান্ধুর মাথায়।
সুস্মিতা সেন, লারা দত্ত এরপর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ। ইসরাইলে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই উজ্জ্বল মুহূর্তের কিছু দৃশ্য। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিস ইউনিভার্স ২০২১- র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়।’ বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন দক্ষিণ আফ্রিকার লালেলা, তৃতীয় স্থান অধিকারী প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা। মিস ইউনিভার্সে বিচারকের মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ৯জন প্রভাবশালী মহিলা। এদের মধ্যে ছিলেন মিস ডিভা ২০১৫ ঊর্বশী রাউটেলাকে।