দীর্ঘ ২২ বছর পর আবারও পঞ্চায়েত ভোট পাহাড়ে, প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি

Image for representational use only

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর গতকাল বৃহস্পতিবার আবারও পাহাড়ে পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্তের কথা জানলো রাজ্য নির্বাচন কমিশন। এবার যে পাহাড়ে পঞ্চায়েত ভোট হবে সেটা আগেই জানিয়ে ছিল রাজ্য সরকার। তবে নির্বাচন কমিশনের ঘোষণার পর সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। কারণ আগামী ৮ জুলাই রাজ্যে ১ দফায় পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

ওই একই দিনে দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্‌‌হা। শুক্রবার থেকে, মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। পাহাড়ের রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, হামরো পার্টি, বিজেপি প্রভৃতি দলগুলি নির্বাচনে অংশ নিতে তৈরি বলে জানিয়ে দিয়েছে।

উল্লেখ্য যে, দার্জিলিং জেলায় ৫টি ব্লক রয়েছে। দার্জিলিং সদর-১ (পুলবাজার), দার্জিলিং সদর-২(রংলি) ও দার্জিলিং সদর- ৩ (জোড়বাংলো) কার্শিয়ং ও মিরিক। এই ৫টি ব্লকে মোট ৭০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এ ছাড়া ৫টি পঞ্চায়েত সমিতি রয়েছে। পাশাপাশি কালিম্পং জেলায় কালিম্পং- ১, কালিম্পং- ২ ও গরুবাথান এই ৩টি ব্লক রয়েছে। এই জেলায় ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।