আলীগড়, মঈনপুরীর পর এবার মির্জাপুরের নাম পরিবর্তনের দাবি উঠলো উত্তরপ্রদেশে

টিডিএন বাংলা ডেস্কঃ ভারতীয় সুবর্ণ সংঘ নামে একটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ও রাজ্য সরকারের কাছে মির্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর বা বিন্ধ্যাচল ধাম রাখার প্রস্তাব পেশ করা হল। ভারতীয় সূবর্ণ সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মির্জাপুর জেলার জেলা প্রশাসনের কাছে মির্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর বা বিন্ধ্যাচল ধাম রাখার প্রস্তাব পেশ করেছেন। তারা এও জানিয়েছেন একই দাবিতে তারা উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও চিঠি লিখেছেন। ভারতীয় সুবর্ণ সংঘের এক কর্মকর্তা অবধেশ সিং দাবি করেছেন, জেলার বাইরে মির্জাপুরের নাম খুব কম মানুষই জানে, মানুষ সেভাবে মির্জাপুরকে চিনতে পারেন না। কিন্তু এর নাম বিন্ধ্যাচল নগর বা ধাম রাখা হলে মানুষের কাছে সহজে পরিচিতি পাবে। উল্লেখ্য যে, উত্তরপ্রদেশে কয়েক দিনের মধ্যে আলীগড় এর নাম পরিবর্তন করে হড়িগর, মঈনপুরের নাম পরিবর্তন করে ‘মায়ান ঋষির’ নাম অনুসারে ‘মায়াননগর’ করার দাবি তুলেছেন একশ্রেণীর মানুষ। ইতিমধ্যে জেলাস্তরে এ প্রস্তাব পাস করা হয়েছে এবং রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছে। এখন নাম পরিবর্তন করা হবে কি না সে ব্যাপারে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সে দিকেই নজর রাখছে রাজ্যবাসী। ইতিপূর্বে মুঘলসরাই এর নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ‍্যায় নগর, এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ,ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আর কয়েক মাসের মধ্যেই উত্তর প্রদেশে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে বর্তমান বিজেপি সরকার উত্তরপ্রদেশে বেশ সংকটজনক পরিস্থিতির মধ্যে আছে। সরকারের বিরুদ্ধে জনক‍ল‍্যানে ব‍্যর্থ হওয়ার অভিযোগে মানুষের ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বর্তমান সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানী বৃদ্ধি, দুর্নীতি ও অপরাধমূলক কাজের প্রসার, নিরাপত্তা ব্যবস্থার অবনয়ন, কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ব‍্যর্থতাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এমতাবস্থায় আরএসএস ও বিজেপি উত্তরপ্রদেশে আবারো সাম্প্রদায়িক উস্কানি বৃদ্ধি করে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞগণ।