বিপিন রাওয়াতের পর নতুন সিওএসসি প্রধান নির্বাচিত জেনারেল নারাভান

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় সামরিক বাহিনীর সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর হয় এক কপ্টার দুর্ঘটনায়। এবার নতুন চেয়ারম্যান অফ দ্য চীফ অফ স্টাফ কমিটির প্রধান জেনারেল নিযুক্ত হলেন জেনারেল এম এম নারাভান। কপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকেই আলোচনা শুরু হয় পরবর্তি সিডিএস জেনারেল কে হতে চলেছে তা নিয়ে। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটল। এখন থেকে ভারতীয় সামরিক বাহিনীর তিন শাখার দায়িত্ব পোড়ল এম এম নারাভানের উপরেই।

উল্লেখ্য যে, তামিলনাড়ুতে কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে আরও ১৩ জন সেনার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া পড়ে গোটা দেশ জুড়ে।