HighlightNewsরাজ্য

অগ্নিপথ নিয়ে বর্ধমানের পর আসানসোল থেকেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ মমতার

টিডিএন বাংলা ডেস্ক: সেনাবাহীনির নিয়োগ সংক্রান্ত অগ্নিপথ প্রকল্প নিয়ে গতকাল বর্ধমানে প্রশাসনিক সভা থেকেই সরব হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসানসোলে তৃণমূলের কর্মিসভা থেকেও অগ্নিপথের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা শোনা গেল তাঁর গলায়। আসলে বেকারদের চাকরি দেওয়ার জন্য নয়, বরং ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি সরকার সাধারণ মানুষকে ললিপপ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন চাপে পড়ে বিজেপি সরকার সেনা বাহীনিকে মাঠে নামিয়েছে। তিনি জানিয়েছেন সেনাবাহীনির এক কর্নেল রাজ্যকে চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে অনুরোধ করেছে, তারা যেন চার বছর পর অগ্নিবীরদের রাজ্যে চাকরির ব্যবস্থা করেন। কিন্তু তিনি স্পষ্ট বলে দেন ‘‘ওদের পাপ তো আমি নেব না!’’

এদিন মমতা অভিযোগ করে বলেন, “সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ (অগ্নিপথ প্রকল্প) পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার।” রেলে ৮০ হাজার শূন্য পদে কেন চাকরি দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তোলেন মমতা।

Related Articles

Back to top button
error: