HighlightNewsরাজ্য

শিক্ষা খাতের পর স্বাস্থ্য খাতেও উঠলো ‘দুর্নীতি’র অভিযোগ, ল্যাব টেকনোলজিস্ট নিয়োগ নিয়ে তদন্ত কমিটি হাই কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: শিক্ষা খাতের পর এবার স্বাস্থ্য খাতেও উঠলো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ। ল্যাব টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করলো হাই কোর্ট। একদিকে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে ফিরছে বেকার-কর্মহীন তরুণ প্রজন্ম। অন্যদিকে শিক্ষাক্ষেত্র (এসএসসি, এমএসসি, টেট প্রভৃতি) থেকে শুরু করে পুলিশে, দমকল বাহিনী, খাদ্য বিভাগ, আমলা শ্রেনি সবেতেই উঠছে নিয়োগ দুর্নীতির অভিযোগ। একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হয়েছে রাজ্য। এবার সেই সারিতে নাম লেখালো স্বাস্থ্য বিভাগও। মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য ক্ষেত্রে ল্যাব টেকনোলজিস্ট নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন এক মামলাকারী।

জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ২০১৮ সালে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল। শুকদেব মাইতি নামে এক চাকরিপ্রার্থী তাঁকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, অন্যান্যদের থেকেও বেশি নম্বর পাওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়নি চাকরি। অথচ তাঁর থেকেও কম নম্বর পেয়ে চাকরি করছেন অনেকেই। এই অভিযোগের তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করে দিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ।

Related Articles

Back to top button
error: