গোয়ার পর এবার উত্তরাখণ্ডেও ভাঙন! দল ত্যাগ করলেন কংগ্রেসের দুই নেতা

টিডিএন বাংলা ডেস্ক: গোয়ার পর এবার উত্তরাখণ্ড কংগ্রেসেও ভাঙন। দলত্যাগ করলেন দুই নেতা। জানা গিয়েছে, উত্তরাখণ্ড কংগ্রেসের দুই নেতা দল থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন, যার জেরে কংগ্রেস হাইকমান্ডের উত্তেজনা বাড়ছে। সোমবার সন্ধ্যায় হরক সিং রাওয়াতের বাড়িতে দেখা করেন দলের বহু প্রবীণ নেতা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বিধায়ক প্রীতম সিং, বিরোধী দলনেতা ভুবন কাপরি, লালচাঁদ শর্মা, বিজয়পাল সাজওয়ান রাজকুমার।

উল্লেখ্য, একদিন আগেই উত্তরাখণ্ড কংগ্রেসের দুই বড় নেতা দলত্যাগ করে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আরপি রাতুরি এবং দেরাদুন মহিলা কংগ্রেসের মেট্রোপলিটন সভাপতি কমলেশ রমন কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।