খেলরত্নের পর অসমের জাতীয় উদ্যান থেকে বাদ রাজীব গান্ধির নাম!

টিডিএন বাংলা ডেস্ক : রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের নাম সম্প্রতি বদলে দিয়েছে কেন্দ্র। যার নতুন নাম এখন “মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার”। এবার অসমের জাতীয় উদ্যানেরও নাম থেকেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নাম বাদ যেতে চলেছে। অসমের বিজেপি সরকারের মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব প্রতিষ্ঠান থেকেই একে একে নাম সরছে কংগ্রেস নেতা-নেত্রীদের। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত অসমের জাতীয় উদ্যানের নাম রাজীব গান্ধি ন্যাশনাল পার্ক। যার আগে নাম ছিল ‘ওরাং ন্যাশনাল পার্ক’। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান নাম সরিয়ে দিয়ে পুরনো নাম অর্থাৎ ওরাং ন্যাশনাল পার্ক করবে। এই জাতীয় উদ্যানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। ভারতের সবচেয়ে বেশি রয়াল বেঙ্গলের আধিক্য এই অঞ্চলে। যদিও অসম সরকার জানিয়েছে, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে আর্জি জানানো হয়েছে একাধিক এনজিওর তরফে। সরকারের তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আদিবাসী সমাজ ও চা শ্রমিকদের সম্মানের কথা মাথায় রেখে তাদের জাতির কথা চিন্তা করে এই নতুন নাম দেওয়া হয়েছে। রাজীব গান্ধি জাতীয় উদ্যান আজ থেকে ওরাং জাতীয় উদ্যানে পরিণত করা হয়েছে।

১৯৮৫ সালে এটি ছিল অভয়ারণ্য। ১৯৯৯ সালে তা জাতীয় উদ্যান হিসেবে গড়ে তোলা হয়। ২০০৫ সালের আগস্টে তরুণ গগৈ সরকার এই জাতীয় উদ্যানের নাম রাজীব গান্ধির নামে রাখার সিদ্ধান্ত নেন। ওরাও জনজাতির নামে এই পার্কের আগের নাম ছিল ওরাং ন্যাশনাল পার্ক। ওরাও ঝাড়খণ্ডের আদিবাসী গোষ্ঠী। ব্রিটিশ রাজত্বে এরা অসমের চা বাগানের কাজে যুক্ত হয়। সরকারি সূত্র বলছে, এই আদিবাসী গোষ্ঠীর কথা ভেবে উদ্যানের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।