HighlightNewsদেশ

লতার পর আবারও সঙ্গীত মহলে ইন্দ্রপতন, চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : কিছুদিন আগেই মৃত্য বরন করেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। এবার তার পথেরই সঙ্গি হলেন অপর এক কিংবদন্তী সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। টুইট করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান এই সঙ্গীতশি।

তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক বিবৃতিতে বলেন, ‘কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল।’

তিনি আরও বলেন, ‘দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে।’

প্রসঙ্গত, জানুয়ারির শেষ দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতলে ভর্তি করা হয়। পরে করোনা রিপোর্ট পজেটিভ এলে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তারপর থেকে চিকিত্‍সাধীন ছিলেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’, ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ২০১৫ সালে ‘ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান’ প্রদান করে। এছাড়া তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হন। তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমীর সভাপতিও ছিলেন।

Related Articles

Back to top button
error: