টিডিএন বাংলা ডেস্ক : শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ক্যাপ্টেন। বৃহস্পতিবার সকালে অমরিন্দর দেখা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ।
সিধুর বিরুদ্ধে অমরিন্দরের অভিযোগ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সিধু। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে ক্যাপ্টেন এনিয়ে আলোচনা সারেন অজিত দোভালের সঙ্গে। অমরিন্দরের দাবি, এমন ব্যক্তিকে রাজনৈতিক কোনও গুরুত্বপূর্ণ পদ দেওয়াই উচিত না যার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে।
অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অমরিন্দর বলেন, শুধুমাত্র সৌজন্যের খাতিরেই তিনি এই সাক্ষাৎ করেছেন। তবে বৃহস্পতিবার দোভালের সঙ্গে সাক্ষাতের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন কংগ্রেস দল ত্যাগ করার কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘কংগ্রেস দলে থেকে আমি চরম অপমানিত হয়েছি। মূলত সেই কারণেই আমি দল ত্যাগ করলাম। তবে আমি বিজেপিতে যোগদান করছি না।’