HighlightNewsদেশ

পঞ্জাবের পর হিমাচল জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন আপ সুপ্রিম কেজরিওয়াল!

টিডিএন বাংলা ডেস্ক : ১০ মার্চ একক সংখ্যাগরিষ্টতায় পঞ্জাবের শাসন ক্ষমতা দখল করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। তবে তারা এখানেই আবদ্ধ থাকতে চায় না। এবার আপের পরবর্তী লক্ষ প্রতিবেশি রাজ্য হিমাচল প্রদেশ জয়। সেই লক্ষ্যেই তারা ঘুঁটি সাজাতে শুরু করেছে। এই বছরের শেষের দিকেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্টিত হতে চলেছে। সেখানে ৬৮ টি আসনে নির্বাচন হবে। এই রাজ্য জয়ের লক্ষ্যে আপ সেখানে ৬৮টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগেই আগামী মাসে শিমলায় স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আপ নেতারা। শিমলাতে কৌশল নির্ধারনের জন্য ১৮ মার্চ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আসছেন। সেখানে আম আদমি পার্টির সদস্য বৃদ্ধির জন্য পঞ্জাবের নির্বাচনী সাফল্য উদযাপনের জন্য একটি বিজয় মিছিলেও যোগ দেবেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ আপ নেতা সত্যেন্দ্র জৈন বলেন, “ইতিমধ্যেই ৬৮ টি বিধানসভার প্রতিটিতে আমাদের দলীয় বিভাগ স্থাপন করা হয়েছে এবং আমরা দল বৃদ্ধির কাজ করব।” এরপরই তিনি হিমাচলের শাসক দল বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন করেন যে, “জনগণকে বিনামূল্যে জল ও বিদ্যুতের মতো মৌলিক পরিকাঠামো দিতে না পারলে ট্যাক্স নেবেন কেন? ট্যাক্স কি নেতাদের জন্য নাকি সাধারণ মানুষের কল্যাণের জন্য?” একইসঙ্গে তিনি জানিয়েদেন, “হিমাচল প্রদেশের মানুষও পরিবর্তনের জন্য অস্থির হয়ে পড়েছে এবং এই রাজ্যের জন্য সেই পরিবর্তন হতে চলেছি আমরা।”

Related Articles

Back to top button
error: