টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টির নয়া লক্ষ্য গুজরাট। সূত্রের খবর, রীতিমত রণকৌশল প্রস্তুত করা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরমহলে। সেই প্রস্তুতির আঁচ খানিকটা পাওয়া গেল আপ-এর বৃস্পতিবার করা একটি ট্যুইটে। ওই পোস্টে আপ-এর তরফ থেকে লেখা হয়েছে, “দিল্লি ও পাঞ্জাবের পর এখন গুজরাট চায় আপ”।
দলীয় সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলে গুজরাটে তিরঙ্গা যাত্রা শুরু করবে আপ।গুজরাটের সমস্ত জেলার সমস্ত তহসিল এবং গ্রাম পঞ্চায়েতে এই বিশেষ জন সংযোগকারী যাত্রা বের করবে আপ। শুধু তাই নয়, পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবত মান এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কিছুদিনের মধ্যেই গুজরাট সফর করবেন বলে জানা গেছে।