HighlightNewsরাজ্য

এসএসসি’র পর এবার প্রাইমারি টেটেও নিয়োগ দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে বিচারপতি অভিজিতের এজলাসে মামলা

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তদন্ত জারি আছে। হাইকোর্টে চলছে একাধিক মামলা। এরই মধ্যে এবার প্রাইমারি টেটেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠলো। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দায়ের করা হয়েছে মামলা।

মামলাকারীদের অভিযোগ, সুব্রত মণ্ডল-সহ ৮৬ জন প্রার্থী পরীক্ষায় ফেল করেছেন তারপরেও তাদেরকে দেওয়া হয়েছে চাকরি। কিসের ভিত্তিতে তাদের এই চাকরি দেওয়া হল তা খুঁজে বার করতে তদন্তের দাবি জানিয়ে একাধিক মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এর আগে এই দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। প্রসঙ্গত, চাকরিতে দুর্নীতির অভিযোগে যেরবার মমতা সরকার। তার উপরে এই নতুন অভিযোগ নিঃসন্দেহে তৃণমূল সরকারকে চাপে ফেলবে।

Related Articles

Back to top button
error: