HighlightNewsখেলা বিসিসিআই সচিবের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি অমিত পুত্র জয় শাহ By author18 - 31 January 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print ছবি সৌজন্যে জয় শাহের ফেসবুক পেজ। টিডিএন বাংলা ডেস্ক: বিসিসিআই সচিবের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন অমিত পুত্র জয় শাহ। সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয়েছে তাকে। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন সভাপতি ছিলেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন জয় শাহ।