গোয়াতে কংগ্রেসের পর তৃণমূলের সঙ্গে জোটে না আম আদমি পার্টিরও

টিডিএন বাংলা ডেস্ক : আর কিছু দিনের মধ্যেই গোয়াতে অনুষ্টিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপি বিরোধী কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি ও এনসিপির মধ্যে জোট গঠনের জল্পনা শুরু হয়। কিন্তু কংগ্রেসে আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূলের সঙ্গে জোটে যাচ্ছে না তারা। কারণ হিসাবে তারা বলে ছিল যেহেতু তৃণমূল তাদের দল ভাঙিয়ে দূর্বল করার চেষ্টা করছে সেহেতু জোটের প্রশ্নই ওঠে না। এবার আম আদমি পার্টিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিল তারা তৃণমূলের সঙ্গে জোটে যাবে না।

আম আদমি পার্টি সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল এ প্রসঙ্গে বলেন, ‘তৃণমূলের সঙ্গে জোট করবে না আপ।’ তবে বিধানসভা নির্বাচনের পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাঁর কথায়, ‘ভোটের পর যদি বিজেপি বিরোধী পার্টিগুলিকে একত্রে দেখার পক্ষে জনমত যায় সেক্ষেত্রে তখন তা ভেবে দেখা হবে। তবে আশা করি এই জোটের কোনও প্রয়োজন থাকবে না।’

কেজরিওয়াল আরও বলেন, ‘আমরা এই ভাঙা গড়ার রাজনীতি বুঝি না। বিরোধীদের জোট বাঁধা, একজোট হয়ে নির্দিষ্ট কোনও নেতাকে হারানো-এই বিষয়গুলির সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষ চান তাঁদের জীবনযাত্রার মান উন্নত হোক, তাঁদের সন্তানরা ভালো শিক্ষা পান, যদি কেউ অসুস্থ হন সেক্ষেত্রে তাঁরা ভালো চিকিৎসা পান। আর আমরা এই পরিষেবাগুলিই আরো উন্নত করতে চাই। এই জোট বাঁধা-ভাঙার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে। তাঁরা সারারাত এই কাজ করে।’

যদিও কিছুদিন আগেই তৃণমূল নেতৃ মহুয়া মৈত্র বলে ছিলেন গোয়াতে বিজেপি-কে হারাতে যাবতীয় পদক্ষেপ করবে তৃণমূল। অন্যদিকে, চিদম্বরম পানাজিতে বলেছিলেন, ‘কেউ যদি কংগ্রেসকে সমর্থন করতে চায়, আমরা আপত্তি করব কেন?’ এরপরেই গোয়াতে কংগ্রেস এবং তৃণমূলের জোট নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু আপাতত কোনো জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন।