রাজ্য
প্রথম রাউন্ডের গণনা শেষে ভবানীপুর, বন্দর, সোনারপুরে এগিয়ে তৃণমূল
টিডিএন বাংলা ডেস্ক: ভবানীপুরে প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী শোভন দেব। কলকাতা বন্দরে, প্রথম রাউন্ডের গণনা শেষে ৬,৩০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূল। রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল। পাশাপাশি বোলপুর, মানিকতলা, চাপড়া ও স্বরূপনগরে এগিয়ে তৃণমূল।
অন্যদিকে, নন্দীগ্রামে প্রথম রাউন্ডের গণনা শেষে ১৪৯৭ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুর, কাটোয়াতে এগিয়ে রয়েছে বিজেপি। ডোমজুড়ে প্রাথমিক গণনা শেষে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়।