সংক্রমণের জের! স্থগিত ভাইব্র্যান্ট গুজরাত

টিডিএন বাংলা ডেস্ক : করোনা সংক্রমণের কোপে ভাইব্র্যান্ট গুজরাত। স্থগিত হয়ে গেল ভাইব্র্যান্ট গুজরাত সামিট। ১০ জানুয়ারি থেকে তিন দিনের এই শিল্প সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে রাজ্য সরকার আপাতত সামিট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিপুল লগ্নি আকর্ষণ করার লক্ষ্যে গুজরাত সরকার আয়োজিত এই সম্মেলনে বহু সহযোগী দেশের প্রতিনিধি দল এবং বিশ্বের একাধিক প্রথম সারির সংস্থার সিইও-দের অংশ নেওয়ার কথা ছিল। গত বছর ২৬ মে-র পর এই প্রথম গুজরাতের সংক্রমণের সংখ্যা মারাত্মক আকার নিয়েছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সামিটের দশম সংস্করণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড নাইনটিন ও ওমিক্রন ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, “সম্মেলনে অংশ নিতে যারা নাম নথিভুক্ত করেছেন, বিভিন্ন সহযোগী দেশ এবং শিল্প প্রধানদের এই সামিটে আগ্রহ দেখানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার আশা তারা ভবিষ্যতেও তা করবেন।”

উল্লেখ্য, নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে লগ্নি আকর্ষণের লক্ষ্যে ২০০৩ সালে ভাইব্র্যান্ট গুজরাত সামিট শুরু হয়েছিল।