রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ হতেই অভিষেককে নোটিস ইডির, ‘কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি’ বললেন অভিষেক

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক: রুজিরা নারুলা বন্দ্যোপাদ্যায়কে জিজ্ঞাসাবাদ শেষ হতেই নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাদ্যায়কে তলব করে নোটিস পাঠাল ইডি। ‘কারও বাবার চাকর নই, পঞ্চায়েতের পর দেখা যাবে’, সাফ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কয়লা মামলায় রুজিরা নারুলা বন্দ্যোপাদ্যায়কে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দোরে আটক করা হয়েছিল। তখনই ইডি এসে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরিয়ে দেয়। বৃহস্পতিবার প্রায় ৪ ঘণ্টা ইডির দফতরে ছিলেন তিনি। রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষ হতেই নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাদ্যায়কে তলব করে নোটিস পাঠাল ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি স্থগিত রেখে ইডি-র নোটিসে বারবার হাজিরা দেওয়া সম্ভব নয়। পঞ্চায়েত ভোটের পর সেসব নিয়ে দেখা যাবে এখন আপাতত সময় নষ্ট করবেন না বলে জানিয়ে দেন তিনি। ইডির নোটিস পেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-র উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়ে দিলেন মঙ্গলবার তিনি হাজির হবেন না।

এর আগে গত ২০ মে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেসময়ই তিনি তদন্তকারীদের অনুরোধ করে জানিয়েছিলেন তাঁর নবজোয়ার কর্মসূচি শেষ হলে যেন ফের তলব করা হয়, তিনি অবশ্যই তদন্তে সহযোগিতা করবেন। মাঝে এই জনসংযোগ কর্মসূচি বন্ধ রেখে কলকাতায় আসা তাঁর পক্ষে বেশ অসুবিধাজনক। কিন্তু সেই অনুরোধ না রেখে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি।

ইডির নোটিসে ব্যাপক ক্ষুব্ধ আভিষেক। কৃষ্ণনগরের কালীগঞ্জে কর্মসূচি থেকে তিনি কড়া ভাষায় বলেন, ”আমি কারও বাবার চাকর নই। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি? পঞ্চায়েত ভোটের পর দেখা যাবে। আর তাছাড়া আমি এখনও কোনও নোটিস পাইনি।” তিনি আরও বলেন, “এর আগেরবার আমি একদিনের নোটিসে সিবিআইয়ের তলবে কলকাতায় ছুটে এসেছিলাম। সেবার বারবার তাঁদের অনুরোধ করি যে নবজোয়ার যাত্রাটা শেষ করতে দিন, তারপর যখন ডাকবেন, আসব। অবশ্য আমি এতে এদের দোষ দেখছি না। আমার অফিসারদের প্রতি কোনও রাগ, অভিমান নেই। এসব দিল্লি করাচ্ছে। শুধু হেনস্তা করার ছক।”