দেশ

লখিমপুরকাণ্ডের পর শাহি সাক্ষাতে অজয় মিশ্র

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর ছেলের। এই অবস্থায় বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্র। তবে এদিন অমিতের সঙ্গে দেখা করার পর অনেকটাই চাপমুক্ত অজয়। কারণ মন্ত্রীত্ব খোয়াতে হচ্ছে না তাঁকে। এমনই সূত্রের খবর।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন শাহের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জুনিয়র মিনিস্টার। সূত্রে খবর, লখিমপুরের ঘটনা নিয়ে দুই মন্ত্রীর মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, লখিমপুরের ঘটনায় অজয় মিশ্র যে প্রবল চাপে রয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে করাতেই। তবে শাহের সঙ্গে দেখা করার আগেই তিনি অবশ্য জানিয়েছিলেন, মন্ত্রিত্ব থেকে ইস্তাফার কোনও প্রশ্নই নেই।তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ডেকেছিলেন, নাকি তিনি নিজেই এসেছিলেন তা অবশ্য পরিষ্কার নয়।

অন্যদিকে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জুনিয়র মিনিস্টার স্বীকার করে নিয়েছেন, যে গাড়ি ধাক্কা মেরেছে সেটি সেটা তাঁরই। তবে তাতে তাঁর ছেলে ছিলেন না। সেই সঙ্গে এও বলেন, ঘটনার দিন ছেলে বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য একটি অনুষ্ঠানে ছিল। সেই অনুষ্ঠানের ছবিও রয়েছে। মন্ত্রীর পাল্টা অভিযোগ, ”গাড়ির চালক ও দুই কর্মীকে খুন করা হয়েছে। কনভয়ের তিন কর্মী গণপিটুনির শিকার। এক কর্মী কোনওমতে পালাতে পেরেছেন। মন্ত্রীর দাবি, যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা কৃষক হতে পারেন না।”

Related Articles

Back to top button
error: