টিডিএন বাংলা ডেস্ক: চাঁদের দেশে সফল ভাবে পা রাখার পর এবার সূর্যের দেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১। আর এই মহাকাশযানের সফলতা কথা ভেবে আশা আশঙ্কার দোলাচলে ভাসছে দেশবাসী। আজ শনিবার ১১টা ৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেছে ইসরোর এই বিশেষ মহাকাশযান আদিত্য-এল১।
ইসরো সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাবে মহাকাশযানটি। এই সফরে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক প্রায় ১২০ দিন। তবে চন্দ্রযানের মত এই আদিত্য-এল১ এর লক্ষ সূর্যের মাটিতে পা রাখার জন্য সূর্যের দেশে পাড়ি দেয়নি। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে আদিত্য-এল১।