HighlightNewsদেশ

ট্রেন দুর্ঘটনার পর অন্ধকারে প্রিয়জনদের দেহাংশ খুঁজছিলেন অনেকেই: শোনা যাচ্ছিল কাতর আর্তনাদ, বিক্ষিপ্ত ভাবে পড়ে ছিল কাটা হাত-পা, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশার বালাসোরে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে করোমন্ডল এক্সপ্রেস ট্রেনের বহু বগি সম্পূর্নরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ইঞ্জিন উঠে গিয়েছিল মাল ট্রেনের র‌্যাকে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, জানালার কাঁচ ভেঙে বাইরে এসে আছড়ে পড়েন প্রায় ৫০ জন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অন্ধকারের মধ্যেই নিজেদের প্রিয়জনদের সন্ধান করছিলেন অনেকেই। কারুর ধড় পাওয়া গেলেও পাওয়া যায়নি মাথা। অন্ধকারে আর্তনাদ করতে করতে তাদের প্রিয়জনের টুকরো সংগ্রহ করতে দেখা গেছে অনেককেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বগিতে আটকে পড়া শিশু ও মহিলাদের কোচ থেকে বের করে আনতে মইয়ের আশ্রয় নিতে হয়। ট্রেনে আটকে পড়া লোকজনকে বের করতে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালেও আহতদের সাহায্যের জন্য পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ।

এই দুর্ঘটনায় সকাল ৬টা পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে, আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি। এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: