টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যের পাওনা টাকা আদায় করতে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে কলকাতার রেড রোডে ধর্নায় বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের ধর্না শেষে কোনো সুরাহা না হওয়ায় কিছুটা ‘হতাশা’ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আশা করে ছিলেন দিল্লি থেকে আশ্বাস বানি নিয়ে ফোন আসবে। কিন্তু কোনো সমাধান না মেলায় এবার ‘দিল্লি চলো’র ডাক দেওয়ার হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিরোধী দল, ধর্মীয় নেতা ও সমাজকর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিন ধর্না মঞ্চ থেকেই তিনি বলেন, “আমি আজ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ভেবে ছিলাম কেন্দ্র ফোন করে বলবে, তোমাদের প্রাপ্য টাকা দেব। কিন্তু কিছুই নেই। সব ভোঁ-ভাঁ।” এরপর তিনি আরও বলেন, “বিরোধী দল, ধর্মীয় নেতা এবং সমাজের সমস্ত স্তরকে বলছি, সবাই জোট বাঁধুন। মানুষকে অধিকার না দিলে আর একটা ‘দিল্লি চলো’ হবে। স্বাধীনতার ৭৫ বছরে আমরাও স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে নিয়ে দিল্লি যেতে পারি।”