৩১ বছর পর জেলমুক্তি রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এজি পেরারিভালনের

টিডিএন বাংলা ডেস্ক: রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত এজি পেরারিভালনকে ৩১ বছর পর সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বুধবার জেল থেকে মুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজীব গান্ধীর হত্যার সময় পেরারিভালনের বয়স ছিল ১৯ বছর। জঙ্গী সংগঠন লিবারেশন টাইগার সফ তামিল ইলামের সদস্য তথা, রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম কুচক্রী শ্রীবাসনের জন্য দুটি ৯ ভোল্টের ব্যাটারি কেনার অভিযোগ উঠেছিল পেরারিভালনের বিরুদ্ধে। পরবর্তীকালে তদন্তে জানা যায়, সেই ব্যাটারিই বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত হয়েছিল। পেরারিভালনের গ্রেফতারির পর ১৯৯৮ সালে সন্ত্রাস দমন আদালত তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। ১৯৯৯ সালের সেই সাজাই বহাল রাখার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। তবে ২০১৪ সালে তা বদলে যাবজ্জীবন করা হয়। চলতি বছরের মার্চে শেষ পর্যন্ত পেরারিভালনের জামিন মঞ্জুর করা হয়। এরপর নির্ধারিত সময়ের আগে মুক্তির আবেদন জানায় পেরারিভালন।

এই আবেদনের তীব্র বিরোধিতা ক’রে কেন্দ্রের তরফ থেকে বলা হয়, এই বিষয়টি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ওপরে ছেড়ে দিক তামিলনাড়ুর রাজ্যপাল। যদিও এই বিষয়ে মার্চ মাসের পর থেকে প্রায় দু মাস অতিবাহিত হয়ে গেলেও কোনো সিদ্ধান্ত নেননি রাষ্ট্রপতি। এরপর তামিলনাড়ু সরকার আবেদন জানায় রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত সাতজনকে সংবিধানের ১৬১ ধারা অনুযায়ী ক্ষমা করা হোক। এই সিদ্ধান্ত মেনে নেন তামিলনাড়ুর রাজ্যপাল। যার ফলে রাষ্ট্রপতির মতামতের জন্য অপেক্ষা করার প্রয়োজনীয়তা শেষ হয়। এরপরই বুধবার পেরারিভালনের মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞদের মতে, শীর্ষ আদালতের এই রায়ের পর রাজীব গান্ধী হত্যা মামলায় নলিনী শ্রীধরণ এবং তার স্বামী মুরুগণ সহ ছয় অপরাধীর জেল মুক্তির সম্ভাবনা আরো প্রসারিত হলো।