আবার মুসলিম বিদ্বেষী আইন ফ্রান্সে, হিজাব নিষিদ্ধ হচ্ছে খেলোয়াড়দের!
টিডিএন বাংলা ডেস্ক : আবারও মুসলিমবিরোধী আইন আনতে চলেছে ফ্রান্স সরকার। সব ধরনের খেলাধুলায় নারীর মাথায় হিজাব পরিধান নিষিদ্ধ করে ফ্রান্সের সিনেটে আইন পাস হয়েছে। যেখানে যেকোনো অনুষ্ঠান বা খেলাধুলায় ‘ধর্মীয় নিদর্শন পরিধান’ নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই আইনের ফলে দেশটির মুসলিম নারী খেলোয়াড়রা আর হিজাব পরতে পারবেন না। এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়।
এই সংশোধনী বিলটি সাংসদে উত্থাপন করে কট্টর ডানপন্থী দল লেস রিপাবলিকানস। এর পক্ষে ভোট পড়েছে ১৬০টি বিপক্ষে ১৪৩টি। প্রস্তাবিত এই বিলটিতে বলা হয়েছে, মাথায় হিজাব পরা হলে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া, খেলাধুলায় দুই প্রতিযোগীর পোশাকে সমতা আনার বিষয়টিও উত্থাপন করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নেতৃত্বাধীন সরকার নজিরবিহীন ভাবে এই আইনটির বিরোধীতা করেছে।
এ প্রসঙ্গে ফ্রান্সের মানবাধিকার কর্মী মারিয়া ডি কার্টেনা বলেন, ‘মুসলমানদের বিশ্বাস, উপাসনা, সংস্কৃতি এবং রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের অধিকার দমনের উদ্দেশ্যে এই আইন সংশোধনের চেষ্টা করা হয়েছে।’ একইসঙ্গে তিনি দাবি করেন, ফ্রান্সে ইসলাম-আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা যে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এটি তার প্রমাণ।’