HighlightNewsরাজ্য

আবারও নিম্নচাপ, ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে বেশকিছু জেলাতে চলছে অতিবৃষ্টি। যার ফলে বিভিন্ন জেলাতে বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নিম্নচাপ এখন পশ্চিম বিহার ও উত্তর প্রদেশে রয়েছে। এটা ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে আসবে এবং ৩ থেকে ৪ তারিখ নাগাদ উত্তরবঙ্গের কাছে চলে আসবে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হবে আজ থেকে ৪ তারিখ পর্যন্ত। ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে। উত্তরবঙ্গে ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর জল স্তর বাড়বে। আবহাওয়া দপ্তরের খবর দক্ষিণ বঙ্গে ৪ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উল্লেখ্য যে, অতিবৃষ্টি জনিত কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করছে প্রশাসন।

Related Articles

Back to top button
error: