নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ১০ দিন জেল হেফাজতে থাকার পর আজ মঙ্গলবার আবারও ব্যাংকশাল কোর্টে তোলা হল ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে। উভয় পক্ষের সাওয়াল জওয়াব শেষে অবশেষে নওশাদকে আবারও ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল কোর্ট। এদিন কোর্ট থেকে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকীর আইনজীবী ইয়াসিন রহমান বলেন, “আজ ব্যাংকশাল কোর্টে হেয়ার স্ট্রিট ১৭ ও নিউমার্কেট ১২ এই ২টি কেসের প্রোডাকশনের তারিখ ছিল। পুলিশ কিছু কিছু নথিপত্র জমা দিয়েছে এবং কিছু কিছু এখনও জমা দিতে পারেনি। যে গুলো দিয়েছে সেগুলির হেয়ারিং বাকি আছে। ১৩ তারিখে কাগজপত্র খতিয়ে দেখার পর কেসটি পরবর্তী পর্যায়ে যাবে।”
এদিন তিনি অভিযোগ করেন নওশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তিনি দাবী করেন, ‘স্বয়ং রাজ্যপালও এই কেস দেখে বলে ছিলেন এই মামলায় এতদিন কাউকে জেলে রাখার কথা নয়।’