গোরক্ষনাথ মঠে হামলায় অভিযুক্ত আহমেদ মুর্তাজার সঙ্গে যোগ আইসিসের! প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য

টিডিএন বাংলা ডেস্ক: গোরক্ষনাথ মঠের বাইরে পুলিশ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া আহমেদ মুর্তাজা আব্বাসির সঙ্গে ছিল জঙ্গিগোষ্ঠী আইসিসের যোগাযোগ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে উত্তর প্রদেশে পুলিশের দেওয়া রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে আইসিসের হয়ে শপথ নিয়েছিল আহমেদ মুর্তাজা আব্বাসি।
উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিজিপি জানিয়েছেন, ২০১৪ সাল থেকেই আইসিসের সঙ্গে যোগাযোগ তৈরি হয় মুর্তাজার। অপর আইসিস সদস্য মেহেন্দি মাসুদের সঙ্গে প্রথমে পরিচয় হয় মুর্তাজার। তারপর আইসিসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হয় তার। যদিও সেই বছরই গ্রেফতার হয় মাসুদ। জানা গিয়েছে, গ্রেফতারির পরেও মাসুদ নিয়মিত যোগাযোগ রাখত মুর্তাজা এবং তারই মত আইসিসের প্রতি আগ্রহীদের সঙ্গে।


পুলিশি জেরায় মুর্তাজা জানিয়েছে, নিয়মিত ইন্টারনেটে একে ফরটিসেভেন, ৫-৪ কারবাইনের মত অস্ত্রশস্ত্র সম্পর্কে বিশদ জানার চেষ্টা করত সে। বাড়িতে এসে এয়ার রাইফেল নিয়ে অনুশীলন করত। মনে মনে স্বপ্ন দেখত সুযোগ পেলে ওই সব আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাবে।
সেই স্বপ্ন অনুযায়ী, এপ্রিল মাসের গোরক্ষনাথ মাঠের বাইরে পুলিশ কর্মীদের ওপরে হামলা চালায় মুর্তজা। ধারালো অস্ত্রের কোপে জখম হন দুই পুলিশ কর্মী। এই ঘটনাকে সন্ত্রাসবাদি হামলা বলে চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে আইআইটির প্রাক্তনী মুর্তজা আব্বাসী এটিএসএসের নজরে ছিল। বারকয়েক ছদ্মবেশে তার বাড়িতে হানাও দেন এটিএস কর্তারা।