সাম্প্রদায়িক বিভেদ তৈরিই মিমের লক্ষ্য, তোপ অধীর চৌধুরীর

টিডিএন বাংলা ডেস্ক: ফের মিমকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বকেন, “মিম আসছে, মিম আসছে বলে একটা হাওয়া উঠেছে। মিম এসে কী করবে এখানে? খাবে না পুঁতে দেবে? সবটাই একটা আতঙ্ক তৈরির পরিকল্পনা। সাম্প্রদায়িক বিভেদ তৈরি করাই ওদের লক্ষ্য। বাংলার মানুষ মিমকে কখনও স্বাগত জানাবে না। ঘটনাচক্রে বিহারে জিতে গিয়েছে। তার মানেই এখানে সফল হবে তেমন নয়। বিহারে মাত্র ৫ লাখ ভোট পেয়েছে। এমন করছে যেন ৫ কোটি ভোট পেয়েছে!”