টিডিএন বাংলা ডেস্ক: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন এআইএমআইএম কর্মীরা। জানা গিয়েছে, বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে কয়েকজন নেতাকর্মীর সংঘর্ষ হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভরত নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।
এদিকে, নুপুর শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।জানা গিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগেই এই মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে নবীন জিন্দল, সাংবাদিক সাবা নকভি-সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। একটিতে নুপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অপরটিতে অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে এফআইআর করা হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “বিশেষ কিছু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিদ্বেষ ছড়িয়েছেন অভিযুক্তরা। তার ফলে জনতার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।” ওই আধিকারিক আরো বলেন, অভিযুক্তদের মধ্যে সব ধর্মের মানুষই রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কার্যকলাপ খতিয়ে দেখবে পুলিশ। সূত্রের খবর, নূপুর শর্মা, নবীন জিন্দল সহ অন্যান্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগও দায়ের করা হয়েছে।
শুধু তাই নয়, জানা গিয়েছে, বক্তৃতার মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে আসাদুদ্দিন ওয়াইসি এবং স্বামী ইয়েতি নরসিংহানন্দের নামেও আরেকটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। নবী মোহাম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর ওয়াইসি এবং নরসিংহানন্দের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে আইপিসির ১৫৩, ২৯৫ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।