HighlightNewsআন্তর্জাতিক

বিমানভাড়া ৫০ হাজার! ইউক্রেন থেকে ভারতে ফিরতে পারছে না বহু পড়ুয়া

টিডিএফ বাংলা ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। বিদেশমন্ত্রক ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। ইউক্রেনে এই মুহূর্তে ১৮ হাজারের বেশি ভারতীয় পড়ুয়া আছেন। দেশে ফিরতে চাইলেও, আর্থিক কারণে তা সম্ভব হচ্ছে না। কারণ ফ্লাইটের ভাড়া এই মুহূর্তে আকাশচুম্বী। যে টিকিটের মূল্য ছিল ২১০০০-২৬০০০ টাকার মধ্যে, তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০০০ থেকে ৭০০০০ টাকা পর্যন্ত।

এক ডাক্তারি পড়ুয়ার কথায় – “ট্র্যাভেল এজেন্টরা ঝোপ বুঝে কোপ মারছে। আমাদের কাছে এত টাকা নেই। আমরা কী করতে পারি?” প্রায় ১৮ হাজার ভারতীয় ছাত্র ইউক্রেনে আছেন। বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। এছাড়াও ফার্মাসিউটিক্যালস, আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে কাজ করেন অনেক ভারতীয়। ২০০১ সালে ভারতীয় প্রবাসীদের নিয়ে ইউক্রেনে প্রতিষ্ঠিত হয় “ইন্ডিয়া ক্লাব” নামে একটি সংস্থা। যারা মূলত ইউক্রেনে ভারতীয় প্রবাসীদের খোঁজখবর রাখে। বিভিন্ন ইভেন্টের আয়োজন করে। যেমন দিওয়ালি উত্সব, ক্রিকেট টুর্নামেন্ট, হোলি উত্সব, ভারতীয় নৃত্য উত্সব, বলিউডের সিনেমা প্রদর্শন ইত্যাদি। তাদেকেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে রাশিয়া যেকোনও সময় ইউক্রেন আক্রমণ করতে পারে। যদিও রাশিয়া ইউক্রেন আক্রমণ করার কথা প্রথম থেকেই অস্বীকার করে এসেছে।

Related Articles

Back to top button
error: