HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হওয়ার পূর্বেই উচ্চমাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি ফলাফল প্রকাশের দাবি আইসা’র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ১০ জুন প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার খুব তারাতারি শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া। সেই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই উচ্চমাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি ফলাফল প্রকাশের দাবি জানালো অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (আইসা)। আইসা’র পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “আজ থেকে বিষয়ভিত্তিক রিভিউ ও স্ক্রুটিনির আবেদন নেওয়া হচ্ছে। আমরা দাবী জানাই, সমস্ত রিভিউ ও স্ক্রুটিনির ত্রুটিমুক্ত নিস্পত্তি করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া চালু করার পূর্বেই সংশোধিত ফলাফল প্রকাশ করা হোক।’

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। তাদের জন্য আবারও তাদের রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ দেয় শিক্ষা সংসদ। আজ থেকে শুরু হচ্ছে সেই রিভিউ ও স্ক্রুটিনি। এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ চোখে পড়েছে। রাজ্য জুড়ে পাশ করিয়ে দেওয়ার দাবিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন করতেও দেখা গিয়েছে। আশানুরূপ ফলাফল না হওয়ায় অনেক ছাত্র-ছাত্রীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমনকি আত্মহত্যার ঘটনাও দেখা গিয়েছে।

Related Articles

Back to top button
error: