দেশের সুনাগরিক তৈরীর লক্ষ্যে শিক্ষক সংগঠন আইটা’র উত্তরবঙ্গ লিডারশীপ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, ফরাক্কা: অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন (আইটা)র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার “উত্তর বঙ্গ লিডারশীপ ডেভলপমেন্ট ওয়ার্কশপ” অনুষ্ঠিত হল নিউ ফরাক্কা হাই স্কুলে। বক্তব্য রাখেন আইটার রাজ্য সভাপতি মহবুল হক, রাজ্য সেক্রেটারী সেখ মুস্তাফা জামান, ইঞ্জিনিয়ার মহঃ নুরুল ইসলাম, শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা দুই দিনাজপুর ও কোচবিহার জেলা থেকে আগত প্রতিনিধিগণ এদিনের কর্মশালায় যোগদান করেন।

জামাআতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলা সভাপতি মুহাঃ মোত্তালিবের কোরআন ব্যাখ্যার মাধ্যমে এই কর্মশালা শুরু হয়। সংগঠনের রাজ্য সভাপতি মাহবুবুল হক কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য পেশ করেন। প্রাক্তন রাজ্য সভাপতি জুলফিকার আলি মোল্লা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে চ্যালেঞ্জ উত্থাপিত হয়েছে তার মোকাবিলা শিক্ষক সমাজকেই করতে হবে। অন্যথায় শিক্ষকদের চাকুরী জীবন বিপন্ন হতে পারে বলেও তিনি যুক্তি তুলে ধরেন।

‘শিক্ষকরা হল সমাজ নির্মাতা’ এই বিষয়ে জামাআতে ইসলামী হিন্দের রাজ্য কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বলেন, শিক্ষকদের উচিত হবে বিশ্বনবী(সঃ) কে সমাজ নির্মাতার মডেল হিসাবে নির্বাচিত করা। আইটার লক্ষ্য পূরণে মিডিয়ার ব্যবহার বিষয়ে কথা বলেন মুহাঃ আমিনুল ইসলাম। দুই শতক ধরে মিডিয়া কাদের দখলে এবং তারা কি কি লক্ষ্য নিয়ে এবং কি ধরনের পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট সে বিষয়ে তিনি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। সর্বভারতীয় এই শিক্ষক সংগঠন কিভাবে মিডিয়াকে ব্যবহার করতে পারে সে ব্যপারেও কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন মানব কল্যান দপ্তরের সহকারী রাজ্য সম্পাদক মুমতাজ আহমেদ ইসলাম।
কর্মশালার সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা রাজ্য সহসভাপতি প্রধান শিক্ষক জানে আলম।