উত্তরপ্রদেশে ভোটের দায়িত্ব লখিমপুরের অজয়কেই

টিডিএফ বাংলা ডেস্ক : অজয় মিশ্রর ওপরই আস্থা গেরুয়া শিবিরের। বিরোধীরা যাই বলুক। কান দিতে নারাজ সরকার। উত্তরপ্রদেশে ভোটের দায়িত্ব দেওয়া হলো, লখিমপুরখেরি মামলায় অভিযুক্ত আশিসের বাবা অজয় মিশ্র টেনিকে।

দলীয় সূত্রে খবর, যোগী রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে ব্যবহার করা হবে। রাজ্যের বিভিন্ন জেলায় ব্রাহ্মণ ভোট সংগ্রহের চেষ্টায় নিয়োজিত কমিটিতে রাখা হবে অজয় মিশ্রকে।

সূত্রের খবর, নয়াদিল্লিতে উত্তরপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। সেই বৈঠকে স্থির হয়েছে রাজ্যের ব্রাহ্মণ ভোটারদের মন জয় করার লক্ষ্যে গ্রহণ করা হবে বিশেষ পরিকল্পনা। যা রূপায়নের দায়িত্বে থাকবে মনিটরিং কমিটি। এই কমিটির সদস্য হবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিব প্রতাপ শুক্লা ও মহেশ শর্মা। কমিটিতে রাখা হবে অজয় মিশ্রকে।