টিডিএন বাংলা ডেস্ক : রিপাবলিক টিভির একটি লাইভ সম্প্রচারে সাক্ষাত্কার চলাকালীন সময়ে রিপাবলিক টিভির এক সাংবাদিকের একটি প্রশ্নের উত্তরে সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব অর্ণব গোস্বামী প্রসঙ্গে বিতর্কীত মন্তব্য করায় চাঞ্চল্লের সৃষ্টি হয়েছে। সেখানে অর্ণব গোস্বামীকে কটাক্ষ করতে শোনা যায় অখিলেশ যাদবকে।
সম্প্রচারিত সেই ভিডিওতে দেখা যাচ্ছে রিপাবলিক টিভির সেই সাংবাদিক অখিলেশ যাদবকে মনে করিয়ে দেন যে, ‘আপনি এতদিন রিপাবলিক ভারত, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কে লাইভে ছিলেন। অনেক ধন্যবাদ।’ এরপরই তিনি বলেন, ‘আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ফলাফল যাই হোক না কেন, ফলাফল ঘোষণার দিন আপনি অর্ণব গোস্বামীর সাথে কথা বলবেন।’ উত্তরে অখিলেশ বলেন, ‘হ্যাঁ, তিনি (অর্ণব গোস্বামী) কোথায়? জেলের ভিতরে?’
দৃশ্যতই এমন উত্তর পাবেন আশা করেননি তিনি। স্বাভাবিক ভাবেই অসস্তিতে পরেন তিনি। পরিস্থিতি পাল্টাতে তিনি বলেন, ‘অখিলেশ জি আপনি কি রসিকতা বন্ধ করবেন না? আপনি তো তাকে বহু দিন ধরেই চেনেন।’ উত্তরে অখিলেশ বলেন, ‘এনডিটিভিতে থাকার সময় থেকেই আমি তাকে চিনি।’
রিপাবলিক টিভি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটির বিতর্কিত সেই অংশ মুছে দিয়েছে।
প্রসঙ্গত, অর্ণব গোস্বামীকে তার রিপাবলিক টিভিতে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। ২০২০ সালের নভেম্বরে একজন ইন্টেরিয়র ডিজাইনার আত্মহত্যা করেন। তার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। আর সেই মামলাতেই মুম্বাই জেলে এক সপ্তাহ কাটাতে হয়েছিল তাকে।