যোগী সরকারকে ‘নাম পরিবর্তনকারী সরকার’ বলে কটাক্ষ অখিলেশ যাদবের

টিডিএন বাংলা ডেস্ক : উত্তর প্রদেশে বিজেপির যোগী সরকারকে ‘নাম পরিবর্তনকারী সরকার’ বলে কটাক্ষ করলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আজ (বুধবার) গাজীপুরে দলীয় এক সমাবেশে তিনি বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এটা নাম পরিবর্তনের সরকার। উত্তর প্রদেশের লোকেরা এবার নাম পরিবর্তনকারী বিজেপি সরকার’কে পরিবর্তন করবে। গাজিপুরের মুহাম্মাদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে ‘বিজয় রথযাত্রা’র সূচনা করে তিনি অভিযোগ করেন, গত সাড়ে চার বছরে রাজ্য সরকার কোনও কাজ করেনি। কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই জনগণ এই সরকারের অবসান চাচ্ছে।

সাবেক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেন, জনগণ এখন বিজেপি সরকারের প্রতি বিরক্ত। তিনি স্লোগান দেন ‘যতদিন পর্যন্ত বিজেপি বিদায় না হয়, ততদিন ঢিলেমি নয়।’ এই স্লোগান আজ থেকে আপনারা চালু করুন। তাঁর মতে, এই বিধানসভা নির্বাচনে সমস্ত বিরোধী দল একসঙ্গে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আজ অখিলেশ যাদবের বিজয় রথ যাত্রায় সঙ্গে ছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (‘সুভাসপা’) সভাপতি ওমপ্রকাশ রাজভর এবং মুখতার আনসারির ভাই সিগবাতুল্লাহ। সমাজবাদী পার্টির বিজয় রথ যাত্রায় এই প্রথমবার অখিলেশের সঙ্গে দেখা গেল ওমপ্রকাশ রাজভরকে। কারন তাঁর দল ‘সুভাসপা’-এর সঙ্গে সমাজবাদী পার্টি জোট করেছে।