টিডিএন বাংলা ডেস্ক : শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত মথুরায় এবার থেকে মদ-মাংস বিক্রির ওপর পুরোদস্তুর নিষেধাজ্ঞা জারি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জন্মাষ্টমীর দিন লখনউয়ের এক অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন তিনি। অফিসারদের এই নিষেধাজ্ঞা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে দুধের মত কোনও ব্যবসা করতে পারেন, তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মথুরাবাসীকে তাদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। সেজন্য মদ-মাংস বিক্রি বন্ধ করে, দুধ বিক্রিতে গুরুত্ব দিতে হবে। একটা সময় প্রচুর পরিমাণে গবাদিপশুর দুধের ভাণ্ডার ছিল মথুরা। এখান থেকে প্রচুর জায়গায় দুধ যেত। মথুরার উন্নয়নে সবরকম সাহায্য করা হবে। এক্ষেত্রে টাকার কোনও অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতেও বলেননি তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সঠিক পথে পরিচালিত করছেন। আগে এই ধরণের বিশ্বাসের স্থানগুলোকে অবহেলার চোখে দেখা হতো। আজ ধীরে ধীরে গৌরব ফিরে পাচ্ছে।