HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির পর আলিয়ার আচার্যও মুখ্যমন্ত্রী! বিধানসভায় বিল আনছে শাসকদল

টিডিএন বাংলা ডেস্ক: এ রাজ্যের সমস্ত সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য বিধানসভায় পাশ হয়েছে বিল। সেই বিল এবার রাজ্যপালের সম্মতির অপেক্ষায়। এবার সেই একই পথে হেঁটে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে বসানোর জন্য বিধানসভায় বিল পাশ করতে চলেছে শাসক দল। কারণ আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু ও মাদ্রাসা দফতরের অধিনস্ত।

তবে এই ভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিরোধিতা করেছেন অনেক শিক্ষাবিদেরাই। এতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে শাসক দলের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তারা।

Related Articles

Back to top button
error: