ট্র্যাডিশন ভাঙছে আলিমুদ্দিন, ৩ জেলা পেল প্রথম সংখ্যালঘু জেলা সম্পাদক

টিডিএন বাংলা ডেস্ক : বদলাচ্ছে আলিমুদ্দিন। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মত সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে সিপিএম জেলা সম্পাদক পদে কোনও সংখ্যালঘু মুখ দেখা যায়নি। এবার সেই চেনা ছক বদলের পথে দল।

১৯৬৪ সালে সিপিএম তৈরি হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদে সম্পাদক পদে এলেন কোনও সংখ্যালঘু নেতা। জামির মোল্লাকে দেওয়া হয়েছে এই গুরুদায়িত্ব। পূর্ব বর্ধমান জেলায় সম্পাদক হয়েছেন সৈয়দ হোসেন। অবিভক্ত বর্ধমানে কখনও সিপিএম জেলা সম্পাদক পদে কোনও সংখ্যালঘু নেতা আসেননি। উত্তর দিনাজপুরের সিপিএমের নতুন সম্পাদক হয়েছেন আনওয়ারুল হক। কমিউনিস্ট পার্টিতে ধর্ম ও জাতের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত হয় না বলে যুক্তি দিয়েছেন, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি।

সদ্য সমাপ্ত কলকাতা পুর নির্বাচনে এক ঝাঁক রেড ভলেন্টিয়ারকে ভোটের ময়দানে নামিয়েছিল সিপিএম। সেই বদলের ধারাতেই এবার তিনটি জেলায় সংখ্যালঘু মুখ সিপিএমের ব্যাটন ধরলেন। এখনো সিপিএমের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন বাকি রয়েছে। করোনার কারণে তা স্থগিত রাখা হয়েছে। এই জেলাগুলিতেও সম্মেলন থেকে সম্পাদক পদে চমক দিয়ে নতুন মুখের উত্থান হয় কিনা, তা নিয়ে জোর কৌতুহল সিপিএমের অন্দরে।