HighlightNewsদেশ

কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বিপিন রাওয়াত সহ ১৩ জনই

টিডিএন বাংলা ডেস্ক : তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে হেলিকপ্টার দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়ত সহ কয়েকজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিপূর্বেই ১৩ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছিল। দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা আর হল না, অবশেষে বিপিন রাওয়াতও নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হল।

উল্লেখ্য যে, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়তকে বহনকারী কপ্টার ভেঙে পড়েছিল তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে। ওই কপ্টারে চিফ অব ডিফেন্স স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ ১৪ জন ছিলেন বলে জানানো হয়েছে। এছাড়া ওই কপ্টারে রাওয়তের স্ত্রী মধুলিকাও ছিলেন বলে জানা গিয়েছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে সেনার ওই এমআই- ১৭ কপ্টারটি ভেঙে পড়ে। চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়তের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: