ফের চালু হচ্ছে ভারতের সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট, কমতে পারে টিকিটের ভাড়া

টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর কারণে গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার থেকে ফের নিয়মিত নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হয়েছে। এর আগে কোভিড বিধি চলাকালীন আন্তর্জাতিক বিমানগুলি বেশ কয়েকটি দেশের সাথে একটি “এয়ার বাবল” চুক্তি ব্যবস্থায় পরিচালিত হয়েছে। সূত্রের খবর, সরকারের তরফ থেকে বিমানবন্দর ও বিমানের মধ্যে কোভিড বিধি খানিকটা লঘু করা হয়েছে। যেমন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি বিমানের ভেতর তিনটি খালি আসন থাকার মতো ব্যবস্থা গুলি বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাক সহ ৪০টি দেশের মোট ৬০টি বিদেশি বিমান সংস্থা ভারতে বিমান পরিষেবা দিতে পারে। নিয়মিত আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য এই অনুমোদন গ্রীষ্মকালীন সময়সূচির অধীনে করা হয়েছে, যা আজ থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বজায় থাকবে।


এর আগে, “এয়ার বাবল” চুক্তির অধীনে ফ্লাইটের সংখ্যা সপ্তাহে প্রায় দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা হতো এবং টিকিটের দামও আগের থেকে অনেক বেড়ে গিয়েছিল। নিয়মিত বিমান পরিষেবা ফিরে আসার সাথে সাথে যাত্রীদের জন্য কিছু বিমানের ভাড়া কম হতে পারে বলে আশা করা হচ্ছে।