HighlightNewsদেশ

৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মুম্বাইয়ের সমস্ত স্কুল, নির্দেশ বিএমসি কমিশনারের; স্কুল কলেজ খুলছে না গুজরাতেও

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে করোনার সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে। বর্তমানে ভারতে করোনায় সংক্রমিত সংখ্যা ৯০ লক্ষের অধিক হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৯০ লক্ষ ৪ হাজার মানুষ। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত মোট ১ লক্ষ্য ৩২ হাজার ২০২ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫,৮৮২ জন মানুষ। এমনকি গত ২৪ ঘন্টায় করণায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৪ জন মানুষ। করনোয় আক্রান্তের পরিসংখ্যান অনুসারে বিশ্বের মধ্যে আমেরিকার পরেই ভারতের স্থান। যদিও সরকারি পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪,৮০৭ জন। তবে, ভারতে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। এই পরিস্থিতিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিএমসি কমিশনার। অপরদিকে গুজরাট সরকারের পক্ষ থেকেও মন্ত্রী মন্ডলের বৈঠকের পর ২৩ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

Related Articles

Back to top button
error: