দিলীপ ঘোষের সভা যাওয়ার পথে কর্মীদের মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সিউড়িতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার নানুর বিধানসভা শিমুলিয়া গ্রামে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ হামলা করেছে। ঘটনায় বোলপুর- সি মন্ডলের সভাপতি অভিজিৎ মন্ডল গুলিবিদ্ধ হয়ে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আরও এক বিজেপি কর্মী বাপি মাঝি নিখোঁজ বলে দাবি তাদের। মারপিটের ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস তাদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুষ্কৃতীদের বোলপুর থানার অন্তর্গত শিমুলিয়া পাঁচ সোয়া মোড়ে আজ বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় কিছু সশস্ত্র দুষ্কৃতী। দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মন্ডল গুলিবিদ্ধ হয়ে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে হামলা করতে আসা দুষ্কৃতীদের পাল্টা মারধর করে বিজেপি নেতা কর্মীরা বলে দাবি। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বোমাবাজি চলে। ঘটনাস্থলে বোলপুরের এসডিপি এর অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দিয়ে এলাকা মুড়ে ফেলা হয়েছে এলাকায় এখনো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।