নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : আবার আবাস যোজনার টাকা প্রতারণা ও মারধর করে জোরপূর্বক উপভোক্তার ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠল শাসকদলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা ৭০ বছরের কালু শেখের নামে আবাস যোজনার ঘরের টাকা এসেছিল। অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্যা মর্জিনা খাতুনের নেতৃত্বে তার স্বামী সুলতান আলী আরো কয়েকজন লোক কালু শেখ নামক ওই ৭০ বছরের বৃদ্ধকে ঘরে আটকে জোর করে মারধর করে ফিংগারপ্রিন্ট নিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। এমনকি ওই পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে আরও অভিযোগ আগেও ওই বৃদ্ধের কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়। এমনকি ওই বৃদ্ধ টাকা তোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে অস্বীকার করলে অমানবিক ভাবে মারধর করা হয় বলেও দাবি ওই বৃদ্ধের। ওই ৭০ বছরের বৃদ্ধ কালু শেখ এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও সহ হরিশ্চন্দ্রপুর থানা আইসির কাছে অভিযোগ দায়ের করেছেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগ জমা পড়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।