মেডিক্যালে যুবতীকে নগ্ন করে শ্লীলতাহানি ও র অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীকে দেখতে এসে যৌন নির্যাতনের শিকার হলেন, ওই রোগীর আত্মীয়! অভিযোগ, ওই যুবতী তাঁর আত্মীয়কে যে ভর্তি ছিল তাঁর দেখাশোনা করার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলেন। শুক্রবার মাঝরাতে বিশেষ প্রয়োজনে সে বাইরে আসলে সেই হাসপাতালেরই চার নিরাপত্তারক্ষী তাকে জবরদস্তি তুলে নিয়ে যায় তাদের কক্ষে। তারপর চলে যৌন নির্যাতন। ওই যুবতীর অভিযোগ, তাকে প্রথমে নগ্ন করে শ্লীলতাহানি করা হয়। আর সেই ভিডিও রেকর্ডও করা। তবে তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এরপরই তিনি সোজা ছুটে যান ইংলিশবাজার থানায়।

যুবতীর এই অভিযোগে তোলপাড় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ পেয়েই তদন্তে নামে ইংলিশবাজার থানার পুলিশ। তারা এরই মধ্যে অভিযুক্তদের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তারর করেছে বলে জানা গিয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, চারজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। তারা মহিলার ভিডিও তুলেছে। তারও তথ্য প্রমাণ মিলেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজ চলছে। যে ঠিকাদার সংস্থার অধীনে এই নিরাপত্তারক্ষীরা কাজ করছিল সেই ঠিকাদার সংস্থাকেও তলব করেছে জেলা পুলিশ প্রশাসন।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রশ্ন উঠছে যদি ডিউটি রত নিরাপত্তা কর্মীরাই এমন করেন তাহলে রোগী এবং রোগীর আত্মীয়দের নিরাপত্তা কোথায়।