HighlightNewsরাজ্য

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না মেলায় প্রধান শিক্ষকের মুখে কালি, মারধরের অভিযোগ আগরপাড়ায়

টিডিএন বাংলা ডেস্ক : গতকাল সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডই পাননি ১৩ জন পড়ুয়া- এমনই অভিযোগ আগরপাড়ার নেতাজি শিক্ষায়তনের শিক্ষার্থীদের। যার ফলে পরীক্ষা দিতে পারেননি তারা। এই ঘটনার প্রতিবাদে স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আর এই কারণেই উত্তপ্ত হয়ে উঠলো আগরপাড়ার নেতাজি শিক্ষায়তন স্কুল। অভিযোগ সেখানে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মুখে কালি লাগিয়ে দেয়। এখানেই শেষ নয় তারা শিক্ষকদের মারধর করে বলেও অভিযোগ উঠেছে।

১৩ জন পড়ুয়ার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না মেলা প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, ‘যে সব পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করেছে, তারা অ্যাডমিট কার্ড পেয়েছে। যারা এ কাজে গাফিলতি করেছে, তাদেরই কার্ড আসেনি।’ মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা এমনটাই জানিয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। কিন্তু এই যুক্তি মানতে চাননি ক্ষুব্ধ অভিভাবকরা। একজন অভিভাবক অভিযোগ করেন, অ্যাডমিট কার্ড না পাওয়ায় তার ছেলে পরীক্ষা দিতে পারেনি আর এই কারণে তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত পৌঁছায় ওই স্কুলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুলের প্রধান শিক্ষক স্বপন ঘোষ বলেন, ‘যাদের রেজিস্ট্রেশনে সমস্যা ছিল, তারা অ্যাডমিট পায়নি। অভিভাবকদের মারধরে বেশ কয়েকজন জখম হয়েছে।’ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্কুলেই অ্যাডমিট সংক্রান্ত সমস্যার অভিযোগ শোনা গিয়েছে।

Related Articles

Back to top button
error: