টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি, টেটের পর এমএসসি বা মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠে ছিল। এমনই একটি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ এখনও পর্যন্ত না মানায় মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অভিযোগ তুললেন বিচারপতি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের নির্দেশ না মানায় বোর্ডের চেয়ারম্যান মহম্মদ গোলাম আলি আনসারিকে তিরস্কার করেন। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন সোমবার রাত ১২টার মধ্যে নির্দেশ পালন করতে হবে কমিশনকে। তারপর আজ মঙ্গলবার নির্দেশ পালনের রিপোর্ট কোর্টে পেশ করতে হবে তাদের।
জানা গিয়েছে, আদালতে অভিযোগ কারীরা জানিয়েছেন, কমিশন বিজ্ঞপ্তিতে বলে ছিল নিয়োগে বিএড প্রশিক্ষিতেরা অগ্রাধিকার পাবেন। কিন্তু তাঁদের অগ্রাধিকার না দিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। ২০২২-এর ১৪ জুন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে মামলাকারীদের নিয়োগের সুপারিশপত্র দিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অপ্রশিক্ষিতদের চাকরি থেকে বরখাস্ত করে প্রশিক্ষিতদের চাকরি দিতে হবে। ৭০ হাজার টাকা জরিমানাও করেছিলেন তিনি। সেই নির্দেশ মানেননি কমিশন।